অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে বীর মুক্তিযোদ্ধা পরিবারের জমি জবর দখলের অভিযোগ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৩ রাত ১১:১৮

remove_red_eye

২৬৬

দৌলতখান প্রতিনিধি :  ভোলার দৌলতখানে প্রয়াত এক বীর মুক্তিযোদ্ধা পরিবারের জমি জবর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় দুই দখলদারের বিরুদ্ধে। দৌলতখান পৌরসভার ৪ নং ওয়ার্ডের ওই জমির সামনের অংশ জবর দখল করে রেখেছেন একই ওয়ার্ডের সামছল হক মিঝির ছেলে সামছু মিঝি ও মাহে আলম মিঝি। এ নিয়ে বীর মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে দৌলতখান থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।
অভিযোগে জানা যায়, সৈয়দপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম তালুকদারের দৌলতখান পৌর ৪ নং ওয়ার্ডে ১২ শতক জমি রয়েছে। তার মৃত্যুর পর ওই জমির মালিক হন তার চার ছেলে ও দুই মেয়ে। ওই জমির দক্ষিণ দিকের পাকা রাস্তা সংলগ্ন সামনের অংশ পৌর ৪ নং ওয়ার্ডের সামছু মিঝি ও তার ভাই আলমগীর মিঝি জবরদখল করে ঘর তুলেছেন। এ নিয়ে দৌলতখান পৌর সভার মেয়র জাকির হোসেন তালুকদারের নেতৃত্বে থানার উপ পরিদর্শক মো: হানিফের উপস্থিতিতে গত মাসে সালিশ বৈঠক হয়। অবৈধ দখলকারীরা সালিশগণকে উক্ত জমি দখলসত্তে¡র বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে সালিশগণ অবৈধ দখলকারীদের দখলে রাখা জমি মুক্তিযোদ্ধা পরিবারকে ছেড়ে  দেওয়ার নির্দেশ দেন। কিন্ত তারা জমি না ছেড়ে উল্টো জমির মালিকদেরকে প্রাণনাশের হুমকী দিয়ে ভয় ভীতি প্রদর্শন করছেন।
এ ব্যপারে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম তালুকদারের প্রবাস ফেরত ছেলে শাহাবুদ্দিন তালুকদার জানান, তারা এ জমিটি বিক্রি করেছেন তাদের ভাতিজি জামাই চরপাতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আবদুর রহমান ও দৌলতখান পৌর ৭ নং ওয়ার্ডের শামীম ফরাজির কাছে। কিন্তু জমির সামনের অংশ সামছু মিঝি ও মাহে আলম মিঝি অবৈধভাবে দখলে রাখায় বিক্রিত জমি ক্রেতাদেরকে বুঝিয়ে দিতে পারছি না।
বৈধ কোন কাগজ দেখাতে না পারলেও অভিযুক্ত মাহেআলম মিঝি বলেন, এই জমি আমরা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম তালুকদারের ভাই ওবায়েদ তালুকদারের কাছ থেকে ক্রয় করেছি।
এ ব্যাপারে দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার বলেন, সালিশ বৈঠকে বীর মুক্তিযোদ্ধার জমি দখলকারী সামছু মিঝি ও মাহেআলম মিঝি দখলসত্তে¡র বৈধ কোন কাগজ দেখাতে পারেননি।