অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে ২০ হাজার মিটার জাল জব্দ


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৩ রাত ১১:১৬

remove_red_eye

২৬৯

তজুমদ্দিন  প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে অভিযান পরিচালনা করে মৎস্য প্রশাসন। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় বিশ হাজার মিটার সুতার ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে আটক জাল শশীগঞ্জ সুইজঘাট এলাকায় আগুনে পুড়ে ধ্বংস করা হয়।
সুত্রে জানা যায়, তজুমদ্দিন উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে মৎস্য অফিসের একটি অভিযানিক দল মা ইলিশ রক্ষার অভিযান চালনা করেন। সোমবার (৩০ অক্টোবর) রাতভর বাসনভাঙ্গার চর, চরমোজাম্মেল, কাঞ্চনপুরচর সংলগ্ন মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মা ইলিশ শিকারের জন্য নদীতে বসানো অবস্থায় ২০হাজার মিটার সুতা ও কারেন্ট জাল আটক করেন। জেলেরা দৌড়ে গহীন জঙ্গলে পালিয়ে যাওয়ায় আটক করতে পারেননি বলে জানান অভিযানে নেতৃত্বদানকারী মেরিন ফিশারিজ কর্মকর্তা। পরে আটক জাল বিকাল বেলায় শশীগঞ্জ সুইজঘাট এলাকায় এনে অগুনে পুড়ে ধ্বংস করা হয়।
অভিযানের বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাত ৮টা থেকে মেঘনায় বিভেন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২০হাজার মিটার সুতা ও কারেন্টজাল জব্দ করা হয়। আটককৃত শশীগঞ্জ সুইজঘাট এলাকায় জনগণের সম্মুখে প্রকাশ্যে আগুনে পুড়ে ধ্বং করা হয়।