অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


কাজাখস্তানে খনি দুর্ঘটনায় ৪৫ জন নিহত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:১৯

remove_red_eye

২৪৩

কাজাখস্তানের মধ্যাঞ্চলে একটি কয়লা খনিতে ভয়বহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। রোববার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
ওই মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কারাগান্ড শহরের আর্সেলরমিত্তাল তামিরতাউ কোম্পানির কোস্টেনকো কয়লা খনিতে অগ্নিকা-ের ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছে। এ নিখোঁজ খনি শ্রমিকের সন্ধানে সেখানে উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।
এরআগে শনিবার কাজাখ সরকার এ খনি দুর্ঘটনায় হতাহতদের জন্য বোরবার জাতীয় শোক দিবস পালন করে।
অগ্নিকান্ডের সময় খনিতে ২৫২ জন কাজ করছিল। সেখানে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগেই ২০০ জনেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।এ অগ্নিকান্ডের কারণ জানতে তদন্ত চলছে।

সুত্র বাসস





আরও...