বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:০৬
২১৮
আইসিসি ক্রিকেট বিশ্বকাপে দলের ব্যাটিং পারফরমেন্সে হতাশ বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি জানান, আমরা যেভাবে খেলছি আসলে বাংলাদেশের ব্যাটিং এতটা খারাপ নয়।
আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের তুলে ধরার চেস্টারত নেদারল্যান্ডসের কাছে গতরাতে লজ্জাজনক হারের পর দল নিয়ে এমন মন্তব্য করেন সাকিব।কোলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানে হারের পর সাকিব বলেন, ‘পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যাটিংয়ে আমাদের করুণদশা চলছে এবং সময়ের সাথে এটি আরও খারাপ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই আমরা ধুকছি আমি জানি না খেলোয়াড়দের মনে কি চলছে । এমনটা বাংলাদেশ দলের সাথে একেবারেই বেমানান।’
নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের ব্যাপারে অনেক বেশি আত্মবিশ^াসী ছিলো বাংলাদেশ। ম্যাচে নেদারল্যান্ডসকে ২২৯ রানে অলআউট করে জয়ের স্বপ্ন বিভোর হয়ে উঠে তারা। কেননা এমন উইকেটে টাইগারদের জন্য রান তাড়া করা সহজ হবে বলেই ধারনা করা হচ্ছিলো।
কিন্তু বাজে ব্যাটিংয়ের কারনে মাত্র ১৪২ রানে অলআউট হয়ে টুর্নামেন্টে টানা পঞ্চম হার বরণ করতে হয় বাংলাদেশকে।
ব্যাটিংয়ের সাথে দলের বাজে ফিল্ডিংকেও দায়ী করে সাকিব বলেন, নেদারল্যান্ডসকে ২শর নিচে গুটিয়ে দেয়া উচিত ছিল। মুস্তাফিজুর রহমানের একই ওভারে দু’বার জীবন পান নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এরপর ৬৮ রানের ইনিংস খেলে নেদারল্যান্ডসের স্কোর ২শ পার হতে অবদান রাখেন এডওয়ার্ডস।
সাকিব বলেন, ‘আমরা সত্যিই ভালো বোলিং করেছি কিন্তু ফিল্ডিং খুবই বাজে হয়েছে।’
সাকিব জানান, এমন হতাশাজনক পারফরমেন্সের পর দলকে অনুপ্রাণিত করা কঠিন। কিন্তু শেষ তিন ম্যাচ জিতে সাফল্য নিয়ে বিশ^কাপ শেষ করতে চান।
সাকিব বলেন, ‘সামনে আরও ম্যাচ খেলতে হবে এবং নিজেদের সেরাটা প্রদর্শন করতে হবে। আমি জানি, এটি বেশ কঠিন কিন্তু আমাদের ভালো অবস্থায় থেকে আসর শেষ করার চেষ্টা করতে হবে।’
কোলকাতার ইডেন গার্ডেন্স বাংলাদেশের কাছাকাছি হওয়ায় গ্যালারিতে বাংলাদেশী ভক্তদের উপস্থিতি বেশি ছিল। ৫ রানে আউট হবার পর ভক্তরা দুয়োধ্বনি দেয় সাকিবকে।
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে শৈশবের মেন্টর নাজমুল আবেদিন ফাহিমের কাছে নিজের ভুলগুলো শুধরাতে মিরপুরে এসে ভক্তদের কাছে একইভাবে দুয়োধ্বনি শুনেছিলেন সাকিব।
তবে ভক্তদের প্রতি কোন ক্ষোভ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘দলের উত্থান-পতনের মধ্য দিয়ে আমাদের সমর্থন করে আসছে ভক্তরা।’
এদিকে, বিশ^কাপে দ্বিতীয় জয়ে আকাশ উড়ছে নেদারল্যান্ডস। ডাচ অধিনায়ক এডওয়ার্ডস জানান, কঠোর পরিশ্রমের ফল পেয়েছে দল।
তিনি বলেন, ‘আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম এবং আমরা মনে করেছিলাম, আমরা যদি ২২০এর আশাপাশে সংগ্রহ পাই তাহলে আমাদের সুযোগ থাকবে।’
এডওয়ার্ডস বলেন, ‘বোলাররা দুর্দান্ত করেছে। সবকিছুই ঠিকঠাক হয়েছে। নেদারল্যান্ডসের পরিকল্পনাগুলো ভালো হচ্ছে। ১৮ মাস আমাদের ভাল কেটেছে। আমরা মনে করি, আমরা নিজেদের কাজগুলো করতে পেরেছি এবং এখন কিছু ফল পাচ্ছি। টুর্নামেন্টের শুরুতে সেমিফাইনালের বিষয়ে আমাদের সুযোগ নিয়ে কথা বলেছিলাম এবং এটি কঠিন হলেও, লক্ষ্য অটুট থাকবে।’
সুত্র বাসস
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান
ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান: ইসি সচিব
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ
বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন রাশেদ খান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক