অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে উপজেলা ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা দিলো কোস্ট ট্রাস্ট


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে মার্চ ২০২০ রাত ০১:০৯

remove_red_eye

৬৮২

 

চরফ্যাশন  প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে উপজেলা ত্রাণ তহবিলে অসহায় ও হত দরিদ্রদের জন্য আর্থিক সহযোগীতা দিতে ৫০হাজার টাকার চেক হস্তান্তর করে চরফ্যাশন কোস্ট ট্রাস্ট। সোমবার (৩০ মার্চ) উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ রুহুল আমিনের হাতে ৫০হাজার টাকার চেক হস্তান্তর করেন কোস্ট ট্রাস্ট টিম লিডার রাশিদা বেগম। এসময় কোস্ট ট্রাস্টের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
 
কোস্ট ট্রাস্টের আর্থিক সহায়তা চেক হস্তান্তরের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, কোস্ট ট্রাস্ট প্রান্ত্রিক জনগোষ্টির সংকটকালিন সময়ে তাদের পাশে দাড়িয়ে সহমর্মিতার পরিচয় দিয়েছেন। এজন্য বে-সরকারী সংস্থা কোস্ট ট্রাস্টকে জানাই আন্তরিক ধন্যবাদ। তারা চরফ্যাশনের উপজেলা ত্রাণ তহবিলে সহযোগিতার জন্য ৫০ হাজার টাকার চেক দেওয়ায় উপজেলার ২১টি ইউনিয়নের মানুষ ধন্য হয়েছে। নির্বাহী কর্মকর্তা চরফ্যাশনে কর্মরত অন্যান্য বেসরকারী সংস্থা ও বিত্তবান লোকেরা যেন কোস্ট ট্রাস্টের মতো অসহায় মানুষের জন্য ত্রাণ সহযোগিতায় পাশে দাড়ায় সে জন্য অনুরোধ জানান ।