অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাসনে অসহায় মানুষের সহায়তায় পরিবার উন্নয়ন সংস্থা দিলো এক লাখ টাকা


এ আর সোহেব চৌধুরী

প্রকাশিত: ৩১শে মার্চ ২০২০ রাত ০১:০৪

remove_red_eye

৯৪৯

 

  
চরফ্যাশন  প্রতিনিধি : বেসকারি উন্নয়ন সংস্থা এফডিএ, চরফ্যাশন উপজেলার ৪টি থানায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারনে যে সকল শ্রমজীবি ,অসহায় মানুষের সহায়তায় সোমবার (৩০ মার্চ) উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ রুহুল আমিনের হাতে এক লাখ টাকার চেক হস্তান্তর করেন পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ কামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন   সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব জহিরুল হক নাণ্টু চরফ্যাশন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিসুর রহমান 
 
চেক হস্তান্তরের সময় নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, বে-সরকারি উন্নয়ন সংস্থা এফডিএ দেশের শ্রমজীবি মানুষের পাশে দাড়ানোর জন্য আর্থিক সহায়তা দিয়ে যে মহৎ পরিচয় দিয়েছে তা চরফ্যাসনের মানুষের মাঝে স্বরনীয় হয়ে থাকবে। আমি আন্তরিক ধন্যবাদ জানাই পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) কে। তারা চরফ্যাশনের প্রশাসনকে সহযোগিতার জন্য যে এক লাখ টাকার চেক দিয়েছে তাতে চরফ্যাশন উপজেলার ৪ থানার মানুষ ধন্য । তিনি  চরফ্যাশনে কর্মরত অন্যান্য বেসরকারী সংস্থা ও বিত্তবান লোকেরা যেন পরিবার উন্নয়ন সংস্থার মতো শ্রমজীবি মানুষকে আর্থিক সহযোগিতায় পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেন ।
 
পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) কর্তৃক ভোলার চরফ্যাসনে  ২ লাখ মাুষের মাঝে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ইতিপ‚র্বে সচেতনতামূলক প্রচারণা, লিফলেট বিতরণ, ব্যানার, হাত ধোয়ার সাবান ও অন্যান্য প্রয়জোনীয় উপকরণ জনসাধারণের মধ্যে বিতরণ করে। সংস্থার কর্মিদের মাধ্যমে  হাট বাজার ও মসজিদসহ নিজস্ব অফিস প্রশিক্ষণ কেন্দ্র পরিস্কার পরিচ্ছন্নতা অব্যাহত রেখেছেন,করোনা প্রতিরোধে সরকারের সহায়ক প্রতিষ্ঠান হিসাবে মানুষের সেবা ও সচেতনাতার জন্য এ সংস্থাটি কাজ করে যাচ্ছে ।