অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বরিশাল বিভাগের শ্রেষ্ঠ মনপুরা উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৩ রাত ০৮:১৮

remove_red_eye

৫৬১

মনপুরা প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা পদক-২০২৩-এ বিভাগীয় পর্যায়ে বরিশাল বিভাগে শ্রেষ্ঠ উপজেলা চেয়াম্যান নির্বাচিত হয়েছেন ভোলা জেলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী। বৃহস্পতিবার দুপুর ১২ টায় এই বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন মনপুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল ইসলাম।
তিনি জানান, বরিশাল বিভাগীয় কমিশনার ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা বাচাই কমিটির সভাপতি মোঃ শওকত আলী সভাপতিত্বে বাচাই কমিটিতে মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরীকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

জানা যায়, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যসেবা, শিক্ষার মান উন্নয়ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে সময়োপযোগী বিভিন্ন কর্মসূচী সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে ত্বরান্বিত করায় বরিশাল বিভাগের ৪১ টি উপজেলার মধ্যে মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরীকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ভোলা জেলা প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ ভোলা জেলা শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন মনপুরা উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী।