অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে অতিরিক্ত পুলিশ সুপারের নিজ উদ্যোগে বেদে পল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে মার্চ ২০২০ রাত ১২:১৭

remove_red_eye

৫৩৮



লালমোহন  প্রতিনিধি: ভোলার লালমোহনে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে ঘরে ঘরে গিয়ে নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান। সোমবার দুপুরে লালমোহন পৌর শহরের কলেজপাড়ায় বসবাসরত অর্ধশতাধিক বেদে পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, বর্তমান করোনা পরিস্থিত মোকাবিলায় সরকারের নির্দেশ মেনে অনেক মানুষ ঘরে রয়েছে। যার ফলে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। এদিকে লালমোহনে বেদে পরিবার রয়েছে প্রায় অর্ধশতাধিকের মত। এরা বর্তমানে কর্মহীন হয়ে নিজ গৃহে অবস্থান করছেন। এদের একটু হলেও দুর্ভোগ লাঘবে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি মশুরির ডাল ও ২টি করে সাবান বিতরণ করেছি। আশা করছি এতে করে এ বেদে পরিবারগুলোকে কয়েকদিনের জন্য আর খাবারের চিন্তা করতে হবে না। আমি মনে করে এই মহামারীর সময়ে সকল বিত্তবানদের সমাজের অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত।