অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দালাই লামার সাথে দেখা করেছে নিউজিল্যান্ড দল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২৩ বিকাল ০৪:৪৩

remove_red_eye

২৬৯

তিব্বতের আধ্যাতিক গুরু দালাই লামার সাথে ধর্মশালায় ম্যাকলিওড গঞ্জে তার বাসভবনে দেখা করেছে বিশ্বকাপে খেলতে আসা নিউজিল্যান্ড ক্রিকেট দল। ভারতের বিপক্ষে ধর্মশালায় রোববারের ম্যাচে পরাজিত হবার পর নিউজল্যান্ডের পরবর্তী ম্যাচ আগামী ২৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে এই একই মাঠে। 
কিউই দলের অধিনায়ক টম লাথামের নেতৃত্বে নিউজিল্যান্ড দল দালাই লামার সাথে সাক্ষাত করেন। এ সময় দালাই লামা কিউই খেলোয়াড়দের সাথে বেশ কিছুক্ষন বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন। 
দালাই লামার সাথে সাক্ষাতের একটি ছবি নিউজিল্যান্ড ক্রিকেট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। এসময় সব খেলোয়াড়কে বেশ হাস্যোজ্জ¦ল দেখা গেছে। কিছু খেলোয়াড়ের সাথে তাদের পরিবারের সদস্যরাও ছিলেন।

সুত্র বাসস