অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


গাজায় ইসরাইলের জোর হামলায় ৫৫ জন নিহত : হামাস


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:১৬

remove_red_eye

২৬৭

গাজা উপত্যকায় রাতে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছে। হামাস সরকার রোববার এ কথা বলেছে।
ইসরাইল তাদের হামলা জোরদার করার ঘোষণা দেওয়ার পর সেখানে এ হামলা চালানো হলো। খবর এএফপি’র।
গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের ব্যাপক হামলার জবাবে সর্বশেষ রাতে চালানো এ হামলার বিষয়ে সরকারি প্রেস দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর হামলায় ‘৫৫ জনেরও বেশি শহীদ হয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়, গাজায় অভিযান আরো জোরদার করা হবে ইসরাইলি সামরিক মুখপাত্র এমন ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ৩০টিরও বেশি ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সুত্র বাসস





আরও...