অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


পুরোনো স্মার্টফোনেও উঠবে ঝকঝকে ছবি, জেনে নিন কৌশল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:১৪

remove_red_eye

২৯৬

স্মার্টফোন কয়েক বছর ব্যবহার করার পরই একটি সমস্যা বেশি দেখা দেয়। তা হলো ক্যামেরায় আগের মতো ঝকঝকে ছবি আসে না। ঝাপসা হয়ে যায়। তবে এমনটা কিন্তু ক্যামেরা পুরোনো হওয়ার জন্য নয়, আরও অনেক কারণ আছে ছবি ঝাপসা হওয়ার।

আপনার কিছু ভুলেই এমনটা হতে পারে। ছবি তোলার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখলে আপনার পুরোনো স্মার্টফোনেও ডিএসএলআরের মতো ঝকঝকে ছবি তুলতে পারবেন। জেনে নিন কয়েকটি কৌশল-

>> ফোনের ক্যামেরার লেন্সটি ভালোভাবে পরিষ্কার করুন। ফোনের লেন্স অনেকদিন পরিষ্কার না করলে তাতে ধুলো জমতে শুরু করে। ফলে ফোনে নানা সমস্যা দেখা দিতে শুরু করে। তার মধ্যে একটি হল লেন্সে ধুলো জমে থাকা এবং ফটো ব্লার হওয়া। এমন পরিস্থিতিতে আপনার লেন্স নোংরা কি না তা দেখুন। যদি নোংরা হয় তবে একটি মাইক্রোফাইবার কাপড় দিয়ে পরিষ্কার করে নিন।

>> আপনি যদি অন্ধকারে বা কম আলোতে ফটো ক্লিক করেন, তাহলে আপনার ফোনের ফটোগুলো অস্পষ্ট হতে পারে। এমন পরিস্থিতিতে, যখনই আপনি কোনো ফটো ক্লিক করবেন, তখন আলোর কথা মাথায় রাখুন।

>> ফোনের ব্রাইটনেস বাড়িয়ে নিন। এতে আপনার তোলা ছবিটি কেমন আসছে তা খুব ভালোভাবে বুঝতে পারবেন। রাতে হলেও ছবি ঝকঝকে আসবে।

>> ক্যামেরা সেটিংস দেখে নিন। এজন্য প্রথমে ক্যামেরা অ্যাপটি খুলতে হবে এবং পোর্ট্রেট মোড, ল্যান্ডস্কেপ, নাইট মোড বা প্রো মোডের মতো অনেকগুলো মোডগুলো ঠিকঠাক রয়েছে কি না দেখে নিন। তবে রাতে ছবি তোলার সময় নাইট মোড ব্যবহার করতে পারেন।

>> যখনই আপনি ফোনের ক্যামেরা দিয়ে একটি হাই কনট্রাস্ট ছবি তুলবেন, মাথায় রাখবেন এইচডিআর মোডে ক্লিক করতে হবে। এছাড়াও ফটোতে ক্লিক করার সময় স্ক্রিনে ট্যাপ করে ম্যানুয়ালি এক্সপোজার এবং ফোকাস ঠিক করুন। এতে ছবি ভালো আসবে।

সুত্র জাগো

 





আরও...