অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ | ১৯শে অগ্রহায়ণ ১৪৩০


বোরহানউদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট জালসহ মাছ জব্দ


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে অক্টোবর ২০২৩ রাত ১০:৫২

remove_red_eye

২৮

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও মা ইলিশ আটক করেছে প্রশাসন ও মৎস্য বিভাগ।
 
শনিবার বিকালে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ আহম্মেদ আলী"র উপস্থিতিতে  তেঁতুলিয়া নদীতে মোবাইল কোর্টের অভিযান চলে। অভিযানে ৮১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় ও ১ শত কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। জব্দকৃত কারেন্ট জাল বোরহানউদ্দিন খেওয়াঘাট এলাকায় পুড়িয়ে নষ্ট করা হয়। উদ্ধারকৃত মা ইলিশ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়। অভিযানে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,
ভোলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, বোরহানউদ্দিন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান, বোরহানউদ্দিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা
মনোজ কুমার সাহা ও মেরিন ফিশারিজ অফিসার
মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য-১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৩ পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ চলমান রয়েছে।