অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


মধ্যপ্রাচ্যে সংঘর্ষে এই পর্যন্ত ২২ সাংবাদিক নিহত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:১৮

remove_red_eye

২১৭

ফিলিস্তিন-ইসরাইল সংঘর্ষে এই পর্যন্ত কমপক্ষে ২২ সাংবাদিক নিহত হয়েছে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট এই তথ্য জানিয়েছে।
কমিটি জানিয়েছে, ২০ অক্টোবর পর্যন্ত দু’দেশের অন্তত ৪ হাজার লোক মারা গেছে। এর মধ্যে ২২জন সাংবাদিক। খবর তাস’র।
সংস্থাটি জানিয়েছে, ‘গাজায় ইসরাইলি সৈন্যদের স্থল হামলাসহ বিধ্বংসী বিমান হামলা, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যাবস্থা, তীব্র বিদ্যুৎ সংকটের কারণে সব খবর সংগ্রহ করতে সাংবাদিকরা অনেক বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।’
কমিটি বলছে, ২২ সাংবাদিকের নিশ্চিত মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৮ ফিলিস্তিন, তিনজন ইসরাইলি এবং লেবাননের একজন। এছাড়া, আটজন আহত এবং তিনজন নিখোঁজ অথবা আটক রয়েছে কমিটি জানিয়েছে।

সুত্র বাসস





আরও...