অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় টুটুল স্মৃতি ফুটবল লীগের সপ্তম ম্যাচে অগ্নীবিনা ক্লাব জয়ী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই নভেম্বর ২০১৯ রাত ১০:২৫

remove_red_eye

৯২৪

 

ক্রীড়া প্রতিবেদক : ভোলায় টুটুল স্মৃতি ফুটবল লীগে উৎসবমুখর পরিবেশে প্রতিটি খেলায় যেন ভিন্ন রকম আনন্দ উপভোগ করছেন ফটুবলপ্রেমী দর্শকরা। বুধবার বিকালে ভোলা গজনবী ষ্টেডিয়ামে লীগের প্রথম রাউন্ডের সপ্তম দিনের খেলায় মুখোমুখি হয়েছিল অগ্নীবিনা ক্লাব বনাম মর্নিং সান। অগ্নীবিনা ক্লাব ৬ গোল করে মর্নিং সান ক্লাবকে হারিয়েছে। মর্নিং সান ক্লাব করেছে মাত্র ১ গোল।
অগ্নীবিনা ক্লাবের ৯ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় নাজমুল একাই করেন ৪ গোল। অপর ২ টি গোল করেন রাব্বানি ও শাহিন। মর্নিং সান ক্লাবের একমাত্র গোলটি করেন ৭ নং জার্সি পরিহিত খেলোয়াড় রাকিব। আজ ৭ নভেম্বর বিকালে মুখোমুখি হবে মর্নিং ক্লাব বনাম ভোলা ফ্রেন্ডস ক্লাব।