চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৩ রাত ১০:৪৭
৫২০
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে দৃষ্টিনন্দন "চরফ্যাসন কেন্দ্রীয় খাসমহল মসজিদ" এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী ও আধুনিকতার ছোঁয়ায় নির্মিত বাংলাদেশের অন্যতম বৃহত্তম পরিবেশ বান্ধব "চরফ্যাসন কেন্দ্রীয় খাসমহল মসজিদ" এর শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
উদ্বোধনী দিনে চরফ্যাসন উপজেলার প্রায় সহস্রাধিক মসজিদের ইমাম সহ প্রায় ৫ সহস্রাধিক আলেম, ওলাম ও মুসল্লি উপস্থিত ছিলেন এবং শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে প্রায় ৬ শতাধিক মহিলা নামাজ আদায় করেন। ভূগর্ভস্থ ফ্লোরসহ চার তলা বিশিষ্ট এই মসজিদের আয়তন ৫৩ হাজার ২ শত বর্গফুটের এই মসজিদে এক সাথে সাড়ে ৪ হাজার মুসল্লিদের নামাজের সুব্যবস্হা রয়েছে।
মহিলাদের জন্য আলাদা প্রবেশ পথ এবং শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে ৫ শত জন মহিলদের নামাজের সুব্যবস্হা রয়েছে। মসজিদের অভ্যন্তরে ইমাম মুয়াজ্জিন ও খাদেম গনের থাকার সুব্যবস্হা রয়েছে। একসাথে ২ শত জনের ওযু, গোসল এবং টয়লেটের অত্যাধুনিক সুব্যবস্হা রয়েছে।
এটি বাংলাদেশে নির্মিত সর্বপ্রথম গøাস গম্বুজ মসজিদ।দিনের স্বচ্ছ আলোতে নামাজ পড়া যায়।ফলে দিনের বেলায় কোন বৈদ্যুতিক বাতি জ্বালানোর প্রয়োজন হয়না।
মসজিদের বাহিরে শ্বেত পাথরের দীর্ঘ লম্বা সুউচ্চ ধাপের সিঁড়ি যেন মুসল্লীদের মসজিদ পানে আগমনে অনায়াসে আকৃষ্ট করছে। মসজিদের প্রতিটি তলা পরিস্কার পরিচ্ছন্নতার অনবদ্য প্রয়াস অবাক করার মতো।
মসজিদের পাশে অবস্হিত জ্যাকব টাওয়ারের চুঁড়ায় লাগানো মাইকে যখন আজানের সুমধুর ধ্বনি শোনা যায়,তখন দূরদুরান্তের মুসল্লীগনের মাঝে ধর্মীয় অনুভূতির আমেজে ধর্মপ্রান মুসলমানদের মসজিদ পানে আসতে আকৃষ্ট করছে। শৈল্পিক ও দৃস্টিনন্দন কারুকার্যের এই মসজিদ বাংলাদেশে বিরল। উপকূলীয় দ্বীপ জেলা ভোলার চরফ্যাসন উপজেলায় সুউচ্চ "জ্যাকব টাওয়ার" এর পাশে অবস্থিত এই মসজিদ।
পরিবেশ সুরক্ষা ও আবহাওয়া উপযোগী করে উপকূলীয় এলাকায় নির্মাণ করা হয়েছে এই দৃস্টিনন্দন মসজিদটি। মসজিদের দেয়ালে সিরামিক ইটের নিপূন গাঁথূনীর মধ্য দিয়ে দিয়ে প্রবেশ করছে প্রকৃতির নির্মল বাতাস।বাংলাদেশের প্রথম গøাস গম্বুজ মসজিদ এটি।কাঁচের গøাস গম্বুজ ভেদ করে দিনের আলো মসজিদের ভিতরে ছড়াচ্ছে।মসজিদের ভিতর- বাহিরে রয়েছে নান্দনিক রং বেরংয়ের এলইডি লাইটের আলোক রশ্মি। প্রকৃতিবান্ধব নির্মাণ শৈলীর এই মসজিদ ধর্মপ্রান মানুষকে আরাম আয়াসে ইবাদতে আকৃস্ট করবে। মসজিদের নির্মাণকাজ শেষ হতে টানা প্রায় ৬ বছর সময় লেগেছে। মসজিদের বাহিরে সিরামিক ইটের গাঁথুনিতে সাজানো চত্বরটি প্রাণ জুড়িয়ে যায়। বাংলাদেশের খ্যাতিমান ডিজাইনার ভোলার কৃতি সন্তান স্থপতি কামরুজ্জামান লিটনের শিল্প সৌকর্যের অপরূপ স্হাপনা এটি।
চরফ্যাসন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামীম হাসান বলেন,২০১৮ সালে মসজিদের প্রথম নির্মাণকাজ শুরু হয়। মসজিদ নির্মাণে জাতীয় সংসদ ভবনে ব্যবহ্নত উচ্চ ক্ষমতা সম্পন্ন সাদা ফেয়ার ফেস সিমেন্ট ব্যবহার করা হয়েছে। মসজিদে সাদা ফেয়ার ফেস পলেস্তার আবরন।যার স্থায়ীত্ব প্রায় শতবছর। নান্দনিক সৌন্দর্য্য বর্ধনে ফোয়ারা আর দৃস্টিনন্দন সজ্জিত ফুলের বাগান আর বিভিন্ন রংয়ের লাইটিং করা হয়েছে।
পৌর মেয়র মো. মোরশেদ বলেন,বাংলাদেশের নান্দনিক মসজিদ এটি।প্রাকৃতিক পরিবেশে ধর্মপ্রান মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে নামাজ পড়তে পারবেন। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়,জেলা পরিষদ ও চরফ্যাসন পৌরসভা এবং সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের ব্যক্তিগত অর্থায়নে মসজিদের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
উদ্বোধন শেষে মসজিদ নির্মাণ ব্যবস্থাপনাকারী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, আমার জীবনে স্বপ্ন ছিল একটি দৃস্টিনন্দন মসজিদ নির্মাণের।আজ আমার সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি।
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান
ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান: ইসি সচিব
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ
বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন রাশেদ খান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক