অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে তিন জুয়ারির জরিমানা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে মার্চ ২০২০ ভোর ০৫:৩৪

remove_red_eye

৬৮২

চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার এওয়াজপুর ইউনিয়ন থেকে তিন জুয়ারিকে আটক করেছেন শশিভূষণ থানাপুলিশ। শনিবার (২৮মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শশিভূষণ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এওয়াজপুর ৬নং ওয়ার্ডের একটি পরিত্যাক্ত বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ৬নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মান্নান দালালের ছেলে মো.লিটন (৩২), একই ওয়ার্ডের আঃ রব ব্যাপারীর ছেলে মো. ইব্রাহীম ও আলাউদ্দিন রাঢ়ির ছেলে আনোয়ার হোসেন (৩৫)। পরে আটককৃতদের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আহমেদ করোনা ভাইরাসে উদ্বোদ্ধ পরিস্থিতি বিবেচনায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করে ছেড়ে দেন। এ বিষয়ে শশিভূষণ থানা অফিসার ইনচার্জ শামসুল আরেফিন বলেন, এই পরিত্যাক্ত আস্তানায় দির্ঘদিন ধরে জুয়ার আসর চলছিল,তাদের তিনজনকে জুয়া খেলা অবস্থায় আটক করে ভ্রাম্যমান আদালতে পাঠানো হয়।