অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে শেখ রাসেল’র ৫৯তম জন্মদিন পালিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২৩ রাত ০৮:৫২

remove_red_eye

৩৭২

বোরহান উদ্দিন প্রতিনিধি :  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্ম দিন ভোলা বোরহানউদ্দিন উপজেলায় পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা চত্বরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আলী আজম মুকুলসহ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান, উপজেলা (ভূমি) সহকারী নাজমুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াছমিনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান দিনটি গুরুত্বের সাথে উদযাপন করেন।