অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে বিশ্ব ডিম দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২৩ রাত ০৮:৫০

remove_red_eye

২৩৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সমন্বিত কৃষি ইউনিট-প্রাণিসম্পদ খাতের আওতায় উপজেলার দরুনবাজার ২৫নং দরুনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা দিবসটির আয়োজন করে।
 ডিম দিবসের এবারের  প্রতিপাদ্য ছিলো “স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ডিম” এবং স্লোগান ছিল “ডিমে আছে পুষ্টি, ডিমে আছে শক্তি, ডিমে আছে রোগমুক্তি”।
আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান। ২৫নং দরুনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবি ফতেমা মুক্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন টেকনিক্যাল অফিসার ডাঃ আব্দুর রহিম, এরিয়া ইনচার্য মোঃ বশির আহমেদ, মোছাঃ খাদিজা আক্তার প্রমূখ।
সঞ্চালনায় ছিলেন ডাঃ অরুণ কুমার সিনহা, ফোকাল পারসন সমিন্বত কৃষি ইউনিট (জিজেইউএস)। অনুষ্ঠানে বক্তারা প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠন-ডিমের খাদ্যমান ও পুষ্টিগুণ সম্পর্কে মানুষকে অবহিত করা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা শেষে একটি র‌্যালির বের করা হয় এবং ছাত্রছাত্রীদের মাঝে ডিম বিতরণ করা হয়।