অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখান প্রেসক্লাব পার্কের উদ্বোধন


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৩ রাত ১০:২১

remove_red_eye

৩৬৬

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে মঙ্গলবার রাতে প্রেসক্লাব পার্কের উদ্বোধন করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। এ সময় উপস্থিত ছিলেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো:  সায়েদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, পৌর মেয়র মোঃ জাকির হোসেন তালুকদার,  ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ অপু,  দৌলতখান প্রেসক্লাব সভাপতি  মো: মনিরুজ্জামান  মঈন, দৌলতখান প্রেসক্লাব সম্পাদক মেহেদী হাসান শরীফ,  দৌলতখান থানার ওসি সত্য রঞ্জন খাসখেল, ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিনসহ সাংবাদিকরা।পরে এমপি মুকুল সাংবাদিকদেন সঙ্গে মতবিনিময়কালে তার আমলে দৌলতখান ও বোরহানউদ্দিনের উন্নয়নের চিত্র তুলে ধরেন। ২০০১ সালে বিএনপি'র অত্যাচারের কথা ও ঘটনা তুলে ধরেন। বলেন সাংবাদিকরা এখন স্বাধীন। আধুনিক পরিবেশে দৌলতখান প্রেসক্লাব পার্ক নির্মাণ করা হয়। পার্কে নির্মাণ করা হয় আড্ডার স্থান। ব্যায়ামের স্থান। পাশে পুকুরে স্থাপন করা হয় স্পীডবোট। পার্ক নির্মাণে স্থানীয় সংসদ সদস্য মুকুলের আর্থিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান সাংবাদিকরা।