অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাসনে জেলে পুনর্বাসনে চাল বিতরণ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২৩ রাত ০৯:৪৭

remove_red_eye

১৪৯

চরফ্যাশন প্রতিনিধি : ইলিশের প্রজন মৌসুমে গত বুধবার (১১ অক্টোবর) মধ্যরাত থেকে ইলিশ মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ নিষেধাজ্ঞা আগামী ২ নভেম্বর পর্যন্ত বাস্তবায়ন হবে। এ সময় মাছ ধরা, পরিবহন, বিপণন ও সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে।
নদীর অভয়াশ্রম এলাকায় মাছ শিকারে জরিমানা ও দন্ড থাকায় ইলিশ শিকারে যাচ্ছে না জেলেরা। ফলে বেকার জেলেদের পুনর্বাসনে জনপ্রতি ২৫ কেজি করে চাল দেয়া হচ্ছে জেলেদের।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৬ অক্টোবর সকাল ১০টায় চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। জেলেদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদে দুই হাজার ছিয়াশি জন জেলেকে ২৫ কেজি করে চাল বিতরণ শুরু করেন ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদার। এ সময় ট্যাগ অফিসার, ইউপি সচিব,ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।