অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ | ১৫ই চৈত্র ১৪৩০


মনপুরায় লোকালয় থেকে উদ্ধার হওয়া হরিণ বনে অবমুক্ত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে মার্চ ২০২০ রাত ০৮:০২

remove_red_eye

৬৬৭


মেহেদি হাসান নাহিদ,মনপুরা  : ভোলার মনপুরায় লোকালয় থেকে একটি মায়াবি হরিণ উদ্ধার করে বনবিভাগ। শনিবার রাত সাড়ে ১১ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ফরিদ কেরানির বাড়িতে থেকে হরিণটিকে উদ্ধার করে বনবিভাগ। পরে রাতে জংলার খাল সংলগ্ন বনে ছেড়ে দেয় বনবিভাগের বনপ্রহরীরা।

জানা যায়, শনিবার রাতে হরিণটি ফরিদ কেরানীর বাড়ি পুকুরে পানি পান করার সময় ডাল ক্ষেতের বেড়ার জালের সাথে আটকা পড়ে। পরে হরিণটিকে ধরে বনবিভাগকে খবর দিলে বনপ্রহরীরা এসে হরিণটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করে।

হাজিরহাট ইউনিয়ন বিট কর্মকর্তা মাসুদ রায়হান জানান, এই মৌসুমে মেঘনা নদীর পানি লবাণাক্ত হয়ে যায়। তাই মিঠা পানির খোঁজে বিভিন্ন চরের বনের হরিণ লোকালয়ে চলে আসে। শনিবার রাতে  হরিণটি আসলে উদ্ধার করে ফের বনে অবমুক্ত করা হয়।