অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


করোনা: চরফ্যাশনে ত্রাণ তহবিলে সরকারি অনুদান দিলো চতুর্থ শ্রেণী কর্মচারী সংগঠন


এ আর সোহেব চৌধুরী

প্রকাশিত: ২৯শে মার্চ ২০২০ বিকাল ০৪:২৪

remove_red_eye

৪৮২



চরফ্যাসন প্রতিনিধি :  ভোলার চরফ্যাশনে করোনার ভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণে  সরকারী চতুর্থ শ্রেণী কর্মচারী সংগঠনের পক্ষ থেকে উপজেলা ত্রান তহবিলে অনুদান প্রদান করা হয়েছে। আজ উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা সরকারী ৪র্থ শ্রেণীর কর্মচারী সংগঠনের সদস্যরা উপজেলা ত্রান তহবিলে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ। অসহায় ও হত দরিদ্রের মাঝে সহায়তা দিতে উপজেলা চতুর্থ শ্রেনীর কর্মচারী সংগঠনের সভাপতি, মো. ইউনুস আলী চোধুরী, সাধারন সম্পাদক মো. মোস্তফা সিকদার, সাংগঠনিক মোহাম্মদ হোসেনসহ সংগঠনের সদস্যরা এ অনুদান প্রদান করেন। সরকারি চতুর্থ শ্রেণির কর্মচারী সংগঠনের সরকারি ত্রাণ তহবিলে নগদ অর্থ প্রদান করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের ধন্যবাদ জানান। পাশাপাশি সমাজের বিত্তবানদের  ত্রাণ তহবিলে সহায়তায় এগিয়ে আসার জন্য আহবান করেন।