অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে : এমপি মুকুল


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০২৩ রাত ০৯:৩০

remove_red_eye

৩১৩

হাসনাইন আহমেদ মুন্না :  ভোলা জেলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনয়নে শনিবার নিবন্ধিত ১ হাজার ৯৩৭ জন জেলের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় ভবানীপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে চাল বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল প্রত্যেকের হাতে ২৫ কেজি করে চাল তুলে দেন।
এসময় এমপি মুকুল বলেন, মা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়নে প্রকৃত জেলেদের বিকল্প কর্মসংস্থান করার জন্য এসব চাল দেওয়া হচ্ছে। সরকার শুধু মৎস্যজীবীদের ভিজিএফ’র চাল দিচ্ছেনা, এর বাইরে বিপুল জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এনে সুরক্ষা দিচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। আওয়ামী লীগের সবচে বড় শক্তি হলো প্রত্যন্ত এলাকার খেঁটে খাওয়া সাধারণ মানুষ। এইসব মানুষের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দাঁড়িয়েছেন, দেশের ইতিহাসে এমন নজির কারো নেই।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওলাদ হোসেন’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুল হাসনাইন, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ কবির, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান মালেক মাস্টার প্রমুখ। অনুষ্ঠানে ভবানীপুর ইউনিয়নের ভিজিএফ’র সুবিধাভোগী মৎস্যজীবীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সংসদ সদস্য আলী আজম মুকুল একই স্থানে জেলেদের নিয়ে ২০২৩-২৪ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশের অভায়শ্রম সংলগ্ন এলাকায় জনসচেতনতা সভায় অংশগ্রহণ করেন। এসময় মা ইলিশ রক্ষায় জেলেসহ সংশ্লিষ্টদের আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান তিনি।