অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার,প্রেমিকসহ গ্রেফতার ৩


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০২৩ রাত ০৯:২৮

remove_red_eye

৩৭৬

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনের বড় মানিকায় দক্ষিণ বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের তানজিলা(১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে শাহাবুদ্দিন(৩৫),মোঃ নাছিম(২৫) মোঃ হান্নান(৪৫) নামে ৩ যুবককে গ্রেপ্তার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্বাবধায়নে বোরহানউদ্দিন থানার এসআই রেহান উদ্দিনের নেতৃত্বে
১১ অক্টোবর রাতে নাছিম ও হান্নান কে বোরহানউদ্দিনের বড় মানিকার নিজ বাসা থেকে এবং গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ১৩ অক্টোবর দুপুরে অভিযান পরিচালনা করে মোঃ শাহাবুদ্দিন কে ঢাকা উত্তরা থেকে তার প্রেমিকা তানজিলাকে সহ আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সকলেই বড় মানিকা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানায় মামলার এজাহার সূত্রে জানা গেছে,বড় মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে শাহাবুদ্দিন নামে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি মেয়ের বাবা ছেলেটির পরিবারকে জানালে তারা কোনো কর্ণপাত না করে উল্টো আপত্তিকর কথাবার্তা বলে।
এক পর্যায়ে গত ৯ অক্টোবর সকাল সাড়ে ৯ টার দিকে ওই স্কুলছাত্রী স্কুলে যাওয়ার পথে স্কুলের সামনে থেকে সিএনজিতে যোগে তাকে অপহরণ করে নিয়ে যায় ওই যুবক সহ আরো ২-৩জন।
পরে এ ঘটনায় তানজিলার বাবা মোঃ শাফিজল ইসলাম বাদী হয়ে বুধবার ১১ অক্টোবর বোরহানউদ্দিন থানায় শাহাবুদ্দিন সহ ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করলে তার ভিত্তিতে আসামীদের গ্রেফতার করা হয়।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন,এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে
 বুধবার রাতে ২ জনকে গ্রেফতার করে বৃহস্পতিবার কোর্টে প্রেরণ করা হয়েছে এবং ১৩ অক্টোবর শুক্রবার মামলার ১ নম্বর আসামী শাহাবুদ্দিন কে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করে শনিবার সকালে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে এবং ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।