অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় নৌবাহিনীর উদ্যোগে জন সচেতনতায় প্রচারনা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে মার্চ ২০২০ রাত ০২:১১

remove_red_eye

৭৫৩


মেহেদি হাসান নাহিদ,মনপুরা থেকে   : মনপুরায় জেলাপ্রশাসন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে জনগনকে সচেতন করার জন্য উপজেলার বিভিন্ন হাট বাজারে মাইকিং করে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন জেলাপ্রশাসন ও নৌবাহিনীর একটি টিম।

শনিবার সকাল থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত একটানা উপজেলার প্রধান বাজার হাজিরহাট, চৌধুরী বাজার,কাউয়ারটেক,রামনেওয়াজ,মাষ্টারহাট,বাংলাবাজার,জনত্ বাজার,সিরাজগঞ্জ ও কোড়ালিয়া বাজারে মাইকিং করে বক্তব্য দিয়ে জনসচেতনতা সৃষ্টির চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন জেলাপ্রশাসন ও নৌবাহিনীর একটি টিম। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন সহকারী কমিশনার ও অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট ভোলা মোঃ শামীম মিঞা ও ভোলা কন্টিজেন্ট টুআইসি  লে: আহসান। এই সময় মনপুরা থানা এ্স আই সনজিবসহ নৌবাহিনীর সদস্যবৃন্দ,বাজার কমিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানান সহকারী কমিশনার ।  এই সময় তারা বলেন  ঘন ঘন দুই হাত সাবান  পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড যাবত পরিস্কার করুন। হ্যান্ডশেক ,কোলাকুলি থেকে বিরত থাকুন,জ্বর,সর্দি,শুকনো কাশি,মাথা ব্যাথা-গলা ব্যাথা ও শরীর ব্যাথা হলে চিকিতসকের পরামর্শ নেওয়ার জন্য বলেন। রান্নার আগে খাবার ভালো করে ধুয়ে সিদ্ধ করার জন্য বলেন। হাঁসি-কাশির সময় টিস্যু বা কাপড় ব্যাবহার করুন। জনবুল স্থানে মুখে মাস্ক ব্যবহার করুন। যেখানে-সেখানে থুথু ফেলা যাবেনা।  ময়লা কাপড় বেশিদিন জমিয়ে রাখা যাবেনা। খাবারের সময় গরম পানি ব্যাবহার করুন। বিদেশ থেকে কেউ দেশে আসলে তার সাথে মিশবেন না। সভাসমাবেশ করা যাবেনা। প্রত্যেকে ৩ ফুট দুরত্বে বজায় রেখে চলাফেরা করতে হবে। কাজ শেষে দ্রæত বাড়ীতে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সর্তক ও সচেতন হওয়ার আহবান জানান।