অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে আইসোলেশনে থাকা কলেজছাত্র করোনামুক্ত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে মার্চ ২০২০ রাত ০২:৫৩

remove_red_eye

৭৩২




দৌলতখান  প্রতিনিধি : ভোলার দৌলতখান হাসপাতালে আইসোলেশনে রাখা কলেজছাত্র কোভিড-১৯ মুক্ত। শুক্রবার বিকেলে রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে ওই ছাত্রের নমুনা রিপোর্ট দৌলতখান হাসপাতালে এসে পৌঁছায়। তার রিপোর্ট কোভিড-১৯ নেগেটিভ। উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাক্তার মো: আনিসুর রহমানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি রিপোর্টের সত্যতা নিশ্চিত করেন। ফলে দৌলতখান উপজেলা এখ ন পর্যন্ত করোনা ভাইরাসমুক্ত। অপর দিকে ভোলা জেলায় গত ২৪ ঘন্টায় শুক্রবার দুপুর পর্যন্ত নতুন করে আরো ১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে বিদেশ ফেরত মোট হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যা হচ্ছে ৩৮৯। এর মধ্যে ১৪৯ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে বলে জানান, ভোলা সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী।