অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে মা ইলিশ রক্ষা অভিযান বাস্তবায়নে ষ্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৩ রাত ০৮:৪৭

remove_red_eye

২৬১

তজুমদ্দিন প্রতিনিধি : উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে ২০২৩-২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও প্রকল্পের আওতায় প্রজননক্ষম (মা) ইলিশ রক্ষা অভিযান (১২ অক্টোবর থেকে ২নভেম্বর মোট ২২দিন) বাস্তবায়নের লক্ষে ভোলার তজুমদ্দিনে ‘ষ্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাবুদ্দিন মাষ্টার, কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ হারুন অর রশিদ, ওসি (তদন্ত) তারিকুজ্জামান, ভোলা জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মোঃ নুরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম, নুরুন্নবী প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয় মা ইলিশ রক্ষা অভিযান চলাকালী সময়ে উপজেলার নিবন্ধীত ১৭ হাজার ৫শত জন জেলে প্রত্যেককে ২৫ কেজি করে সরকারি সহায়তার চাল প্রদান করা হবে। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন, মেরিন ফিশারিজ অফিসার মোঃ আল-আমীন।