অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার তজুমদ্দিনে সরকারের উপকার ভূগীদের মিলন মেলা আনন্দ উৎসব


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২৩ রাত ১০:৫৪

remove_red_eye

৩৬৮

হাসিব রহমান/ কামরুল ইসলাম,তজুমদ্দিন থেকে ফিরে :  ভোলার তজুমদ্দিনে  প্রধানমন্ত্রীর উন্নয়নে গ্রাম বাংলার দিন বদলে সরকারি  উপকার ভূগীদের  এক মিলন মেলা হয়েছে । এসময় সরকারের উন্নয়নের  প্রামান্যচিত্র প্রদর্শনীসহ সমাবেশ এক ধরনের আনন্দ উৎসব বিরাজ করে।
তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় ষ্টেডিয়াম মাঠে বুধবার দুপুরে বৈরী আবহাওয়ার মধ্যে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ন প্রকল্পের বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা সহ সুবিধা ভোগীদের মিলন মেলায় দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন  বয়সী  প্রায় ৫/৬ হাজার নারী পুরুষের ঢল নামে। সরকারি নানা প্রকল্পের মাধ্যমে উপকৃত বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ গুলো এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দারিদ্র্যতার অভিশাপ থেকে ঘুরে দাঁড়ানো তাদের জীবনের দিন বদলের গল্প তুলে ধরেন , বীর নিবাস পাওয়া বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন মাষ্টার, সম্ভুপুর ইউনিয়নের নারী উদ্যোক্তা লাকি বেগম, জেলে সুফিয়ান, মোতাহার মাঝি, তৃতীয় লিঙ্গের মনিরসহ অনেকেই।
ভোলার তজুমদ্দিন উপজেলা নিবার্হী কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথির বক্তব্যে ভোলা -৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,  আজকের এই আয়োজন গ্রামীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও সরকারি সুযোগ-সুবিধা এবং ভাতা ভোগীদের মিলন মেলায় পরিণত হয়েছে। গত ১৪ বছরের প্রধানমন্ত্রীর পক্ষে অতিদরিদ্র জনগণের জন্য যত ধরনের সুযোগ সুবিধা এই প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আমরা পৌঁছে দিয়েছি। আজকে সুবিধা ভোগীরা প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি তাদের অনুভূতি ব্যক্ত করার জন্য সকলে একত্রিত হয়েছে। তিনি আরো বলেন,দরিদ্র ও অসহায় এ পরিবারগুলো মনে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকে তাহলে এসব সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে। তাই আজকের অনুষ্ঠানে তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তারা দেশ বাসীকে জানিয়ে দিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জয় যুক্ত করে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার   মোঃ মাহিদুজ্জামান। এসময় আরো বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল , উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান,চাঁদপর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন প্রমুখ। পরে  আমন্ত্রিত শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।