অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনের সহিংসতার ঘটনায় আরো ১ যুবক গ্রেফতার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০১৯ রাত ০৮:৪৬

remove_red_eye

৮০২

 

জুয়েল সাহা : ভোলার বোরহানউদ্দিন উপজেলার সহিংসতার ঘটনায় আব্দুর রহমান (২৫) নামে আরো এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক ওই এলাকার বশির উল্লাহের ছেলে।
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ এনামুল হক তথ্য নিশ্চিত করে জানান, গত ২০ আক্টোবর রবিবার বোরহানউদ্দিনের ঈদগাহ মাঠে পুলিশের সাথে জনতার সংর্ঘষের ঘটনার সাথে ওই যুবক জরিত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজের মাধ্যমে তাকে সনাক্ত করা হয়।
উল্লেখ্য, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বিপ্লব চন্দ্র শুভ নামে এক যুবকের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ম্যাসেজের প্রতিবাদে তৌহিদি জনতা গত ২০ আক্টোবর বোরহানউদ্দিনের ঈদগাহ্ মাঠে প্রতিবাদ সমাবেশ করে। ওই সময় পুলিশ ও জনতার মাঝে সংর্ঘষ বাধেঁ এতে ৪ জন নিহত ও পুলিশ ও সাংবাদিকসহ ২ শতাধিক আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে প্রায় ৫ হাজার লোককে অজ্ঞাত আসামী করে মামলা করে। এছাড়াও ভাওয়াল বাড়ির মন্দিও ও বাসা বাড়ি ভাংচুরের মামলায় এ পর্যন্ত মোট ৮ জন গ্রেফতার হয়েছে।