অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৪৬

remove_red_eye

১৬৩

দুর্বল  মালয়েশিয়াকে মাত্র ২ রানে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী ৬ অক্টোবর সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
হাংজুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠে অনুষ্ঠিত  কোয়ার্টার ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৬ রান করে বাংলাদেশ।
দলের পক্ষে ৫২ বলে সর্বোচ্চ ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক সাইফ হাসান। এছাড়া আফিফ হোসেন ২৩, শাহাদাত হোসেন ২১ ও জাকের আলি অপারাজিত ১৪ রান করেন।
জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১১৪ রান করে মালয়েশিয়া। বাংলাদেশের পক্ষে রিপন মন্ডল-আফিফ ৩টি করে উইকেট নেন।

সুত্র বাসস