অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


চীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শি’কে অভিনন্দন পুতিনের


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:০৬

remove_red_eye

২৫০

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গণপ্রজাতন্ত্রী চীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংকে অভিনন্দন জানিয়েছেন।  
ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত সংশ্লিষ্ট টেলিগ্রাম থেকে এ কথা জানা গেছে।
রুশ প্রেসিডেন্ট বলেছেন, ‘আপনার নেতৃত্বে চীন আত্মবিশ্বাসের সাথে আর্থ-সামাজিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, বৈশ্বিক অঙ্গনে তার অবস্থানকে শক্তিশালী এবং আঞ্চলিক ও বৈশ্বিক এজেন্ডার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।’
তিনি আরো বলেছেন, রাশিয়া ও চীনের সম্পর্ক ব্যাপক অংশীদারিত্ব এবং কৌশলগত চেতনায় বিকশিত হচ্ছে।
পুতিন শি’র সুস্বাস্থ্য, কল্যাণ এবং তার সকল সফলতা কামনা করেছেন।
এদিকে অভিনন্দন বার্তায় পুতিন চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড ফোরামের বৈঠকের ফাঁকে শি জিন পিংয়ের সাথে বৈঠক করার বিষয়ে আশা প্রকাশ করেছেন।
এদিকে অক্টোবরে অনুষ্ঠেয় ওয়ান বেল্ট ওয়ান রোড ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের আমন্ত্রণ গ্রহণ করার কথাও জানিয়েছেন পুতিন।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ গত ২৬ সেপ্টেম্বর বলেছেন, রুশ প্রেসিডেন্টের চীন সফরের দিনক্ষণ ঠিক  করা হয়েছে। তবে তা এখনও ঘোষিত হয়নি।

সুত্র বাসস





আরও...