অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এমপি মুকুলের নেতৃত্বে ৪০ হাজার মানুষ নিয়ে বর্নাঢ্য র‌্যালী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:৩২

remove_red_eye

৩৬৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ভোলার দৌলতখান উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় সড়ক থেকে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে দৌলতখান বাজারের উত্তর মাথা এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ৪০ হাজার মানুষ অংশ গ্রহণ করেন । এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

প্রধান অতিথির তার বক্তব্যে বলেন,বিএনপি-জামাত বাংলাদেশকে আফগানস্তান বানাতে চায়। কিন্তু আমরা আমাদের জীবন থাকতে সেটি হতে দিবো না। বিএনপি-জামাত যতই ষড়যন্ত্র করুক না কেনো তা বাস্তবায়ন হবে না।

দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো: মনজুর আলম খানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিতি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, যুগ্ন সাধারন সম্পাদক গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু প্রমূখ।