অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত মামলা করে বিপাকে একটি পরিবার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২০ রাত ১১:৫৬

remove_red_eye

৬৯৮

বোরহানউদ্দিন প্রতিনিধি :: ভোলা বোরহানউদ্দিন বড়মানিকা ৫নং ওয়ার্ডে আ: খালেক গংদের ভোগ দখলীয় জমি হতে সৃজিত গাছ জোর পূর্বক কেটে নিয়ে যায় একই বাড়ীর ইউসুফ গংরা। এ ঘটনায় ভোলা কোর্টে মামলা করে বিপাকে ভুক্তভোগী পরিবার।


বড়মানিকা ৫নংওয়ার্ডের আ: খালেক গং অভিযোগ করে বলেন, এস.এ ৭৯০ খতিয়ানে ৩৩৯৯, ৩৪০৬,১৫০৫ এস দাগে ৮০ শতাংশ জমি দীর্ঘ দিন যাবত খরিদ ও ওয়ারিশ সূত্রে ভোগ দখল করে আসছি। ওই ভোগ দখলীয় জমি ১০/১২ বছর যাবত জবর দখল করার পায়তারা করে আসছে ইউসুফ গংরা। ইউসুফ গংরা ভোলায় এমপি ৪১/২০১৫ ইং আমাদেরকে বিবাদী করে কোর্টে একটি মামলা দায়ের করেন। ওই মামলার সরজমিনে তদন্ত রিপোর্ট ইউনিয়ন পরিষদ হতে কোর্ট চাইলে ২৯/৪/২০১৫ ইং তারিখে সরজমিনে তদন্ত করে যে প্রতিবেদন দেয় সেখানে উল্লেখ রয়েছে যে ৩০/৩৫ বছর যাবত গাছ পালা সহ ওই জমি ভোগ দখল করেন আ: খালেক গংরা। এরপর ০১/৯/২০১৫ ইং তারিখে স্থানীয় চেয়ারম্যান উভয় পক্ষকে স্ব-অবস্থানে থাকার অনুরোধ করেন। কিন্তু ইউসুফ গংরা জনবল বেশি থাকায় এবং ক্ষমতার দাপট দেখিয়ে পেশিশক্তি দিয়ে ওই জমির গাছপালা বিভিন্ন সময় কর্তন করে নিয়ে যায়। গত ১৪-৩-২০২০ ইং তারিখে ইউসুফের নেতৃত্বে হাসান, কাশেম, আকবর, মোকাম্মেল, নিরব, জহিরুল ইসলাম পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের সৃজিত ০৭টি রেন্টি ও ২টি চাম্বুল গাছ কর্তন করে ৭০ হাজার টাকা গাছ ব্যাপারী জহুরের কাছে বিক্রি করে ফেলেন। ওই গাছ কর্তনে বাধাঁ দিলে দেশীয় অস্ত্র নিয়ে তারা আমাদেরকে মারধর করতে আসেন। এ ঘটনায় ভোলা কোর্টে আমার স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে ১৫-৩-২০২০ ইং তারিখে সি আর ৮০/২০২০ মামলা করেন। মামলার পরও আরোও ৬টি রেন্ট্রি গাছ কর্তন করে নিয়ে যায় ইউসুফ গংরা। ওই মামলায় ২৩-৩-২০২০ ইং তারিখে তারা ভোলা কোর্টে হাজিরা দিয়ে এসে আরোও বেপরোয় হয়ে উঠে এবং হুমকি দুমকি প্রদান করেন। আমরা ওদের ভয়ে বাড়ীতে থাকতে পারছি না। আমরা নিরাপতাহীনতায় রয়েছি। দ্রুত সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আকুল আবেদন আমাদের কাগজ দেখে সঠিক বিচার যাতে করে দেন। এদিকে আরো জানা গেছে, ইউসুফ গংরা মোট ১১ ভাই। শুধু ইউসুফ আর কাশেম এরা দুই ভাই আ: খালেক গংদের সাথে ঝামেলা করেন। বাকী ৯জন বলেন আমার পিতা আ: রহমান জমি দলিল দিয়ে গেছে তারা গাছপালা রোপন করে ভোগ দখল করছে সেখানে আমরা বাধাঁ দেব কেনো।


এব্যাপারে মো: ইউসুফ এর ব্যবহৃত ফোনটি বন্ধ পেয়ে তার বড় ভাই আবুল কালাম এর সাথে আলাপকালে তিনি জানান, আমার বাবা আ: খালেক গংদের কাছে জমি বিক্রি করেছে তারা দীর্ঘ বছর যাবত জমি ভোগ দখল করে আসছে। ওই জমি থেকে ইউসুফরা কেনো গাছ কর্তন করেছে তার কারণ তিনি জানেন না।