বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে মার্চ ২০২০ রাত ১১:৫৬
৬৯৯
বোরহানউদ্দিন প্রতিনিধি :: ভোলা বোরহানউদ্দিন বড়মানিকা ৫নং ওয়ার্ডে আ: খালেক গংদের ভোগ দখলীয় জমি হতে সৃজিত গাছ জোর পূর্বক কেটে নিয়ে যায় একই বাড়ীর ইউসুফ গংরা। এ ঘটনায় ভোলা কোর্টে মামলা করে বিপাকে ভুক্তভোগী পরিবার।
বড়মানিকা ৫নংওয়ার্ডের আ: খালেক গং অভিযোগ করে বলেন, এস.এ ৭৯০ খতিয়ানে ৩৩৯৯, ৩৪০৬,১৫০৫ এস দাগে ৮০ শতাংশ জমি দীর্ঘ দিন যাবত খরিদ ও ওয়ারিশ সূত্রে ভোগ দখল করে আসছি। ওই ভোগ দখলীয় জমি ১০/১২ বছর যাবত জবর দখল করার পায়তারা করে আসছে ইউসুফ গংরা। ইউসুফ গংরা ভোলায় এমপি ৪১/২০১৫ ইং আমাদেরকে বিবাদী করে কোর্টে একটি মামলা দায়ের করেন। ওই মামলার সরজমিনে তদন্ত রিপোর্ট ইউনিয়ন পরিষদ হতে কোর্ট চাইলে ২৯/৪/২০১৫ ইং তারিখে সরজমিনে তদন্ত করে যে প্রতিবেদন দেয় সেখানে উল্লেখ রয়েছে যে ৩০/৩৫ বছর যাবত গাছ পালা সহ ওই জমি ভোগ দখল করেন আ: খালেক গংরা। এরপর ০১/৯/২০১৫ ইং তারিখে স্থানীয় চেয়ারম্যান উভয় পক্ষকে স্ব-অবস্থানে থাকার অনুরোধ করেন। কিন্তু ইউসুফ গংরা জনবল বেশি থাকায় এবং ক্ষমতার দাপট দেখিয়ে পেশিশক্তি দিয়ে ওই জমির গাছপালা বিভিন্ন সময় কর্তন করে নিয়ে যায়। গত ১৪-৩-২০২০ ইং তারিখে ইউসুফের নেতৃত্বে হাসান, কাশেম, আকবর, মোকাম্মেল, নিরব, জহিরুল ইসলাম পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের সৃজিত ০৭টি রেন্টি ও ২টি চাম্বুল গাছ কর্তন করে ৭০ হাজার টাকা গাছ ব্যাপারী জহুরের কাছে বিক্রি করে ফেলেন। ওই গাছ কর্তনে বাধাঁ দিলে দেশীয় অস্ত্র নিয়ে তারা আমাদেরকে মারধর করতে আসেন। এ ঘটনায় ভোলা কোর্টে আমার স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে ১৫-৩-২০২০ ইং তারিখে সি আর ৮০/২০২০ মামলা করেন। মামলার পরও আরোও ৬টি রেন্ট্রি গাছ কর্তন করে নিয়ে যায় ইউসুফ গংরা। ওই মামলায় ২৩-৩-২০২০ ইং তারিখে তারা ভোলা কোর্টে হাজিরা দিয়ে এসে আরোও বেপরোয় হয়ে উঠে এবং হুমকি দুমকি প্রদান করেন। আমরা ওদের ভয়ে বাড়ীতে থাকতে পারছি না। আমরা নিরাপতাহীনতায় রয়েছি। দ্রুত সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আকুল আবেদন আমাদের কাগজ দেখে সঠিক বিচার যাতে করে দেন। এদিকে আরো জানা গেছে, ইউসুফ গংরা মোট ১১ ভাই। শুধু ইউসুফ আর কাশেম এরা দুই ভাই আ: খালেক গংদের সাথে ঝামেলা করেন। বাকী ৯জন বলেন আমার পিতা আ: রহমান জমি দলিল দিয়ে গেছে তারা গাছপালা রোপন করে ভোগ দখল করছে সেখানে আমরা বাধাঁ দেব কেনো।
এব্যাপারে মো: ইউসুফ এর ব্যবহৃত ফোনটি বন্ধ পেয়ে তার বড় ভাই আবুল কালাম এর সাথে আলাপকালে তিনি জানান, আমার বাবা আ: খালেক গংদের কাছে জমি বিক্রি করেছে তারা দীর্ঘ বছর যাবত জমি ভোগ দখল করে আসছে। ওই জমি থেকে ইউসুফরা কেনো গাছ কর্তন করেছে তার কারণ তিনি জানেন না।
বিদায়ী শিক্ষককে মাইক্রোবাসে বাড়ি পৌঁছে দিলেন শিক্ষার্থী ও সহকর্মীরা
ছাদখোলা বাসে সাবিনা-ঋতুপর্ণারা, চলছে বিজয় প্যারেড
রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়াই একমাত্র সমাধান : অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার আরো এক মামলা হাইকোর্টে বাতিল
নতুন ইসি গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন
তারেক রহমান-সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল
৭ নভেম্বর ঘিরে ১০ দিনের কর্মসূচি বিএনপির
ভোলায় বিশ্ব ডিম দিবস উদযাপন
লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালমোহনে সংগঠনকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে জামায়াতে ইসলামীর সভা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত