অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনের মেঘনা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:২৪

remove_red_eye

৩১২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদী থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু নিহত নারীর  নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে ভোলার বোরহানউদ্দিনের হাকিমউদ্দিন লঞ্চঘাট এলাকার মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় ওই নারীর মরদেহ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, বোরহানউদ্দিনের হাকিমউদ্দিন লঞ্চঘাট এলাকার মেঘনা নদীতে এক অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা বৃহস্পতিবার রাতে  পুলিশকে খবর দেন। এর পর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত নারীর বয়স আনুমানিক ১৫ থেকে ১৮ বছর হতে পারে। ওই নারীর প্রায় ১০/১২ দিন আগে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে হত্যাকান্ডের ঘটনা হতে পারে।  
বোরহানউদ্দিন থানার ওসি মো: মনির হোসেন মিঞা  জানান, উদ্ধার হওয়া অজ্ঞাত মৃতদেহের শরীরে কোন কাপড় ছিলো না। ময়না তদন্তের জন্য মৃতদেহটি ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যার মামলা দায়ের করেছে।