অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বড় জয়ে জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডে বায়ার্ন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০২

remove_red_eye

১২২

বড় জয়ে জার্মান কাপ শুরু করেছে বায়ার্ন মিউনিখ। গতকাল ইংলিশ অধিনায়ক হ্যারি কেন বিশ্রামে থাকলেও তৃতীয় টায়ারের ক্লাব প্রিসেন মুয়েস্টারের বিপক্ষে ৪-০ গোলের জয় নিশ্চিত করেছে মিউনিখ। 
গতকাল ম্যাচের ৯ মিনিটে এরিক ম্যাক্সিম চুপো-মোটিং সফরকারীদের এগিয়ে দেন। দুই মিনিট পর সার্জি গ্যানাব্রি প্রতিপক্ষ গোলরক্ষক জোহানেস শেনেকের সাথে সংঘর্ষে কনুইয়ে চোট লেগে মাঠ ত্যাগে বাধ্য হন। ৪০ মিনিটে কোর্না লেইমারের হেডে ব্যবধান দ্বিগুন করে বায়ার্ন। বিরতির ঠিক আগে গ্যানাব্রির স্থানে খেলতে নামা তরুণ ফ্র্যান্স ক্রাটিজ জসুয়া কিমিচের ক্রসে দলের হয়ে তৃতীয় গোলটি করেছেন। 
রেকর্ড ২০ বারের বিজয়ীদের হয়ে চতুর্থ গোল করেছেন মাথিস টেল। বড় এই জয়ে সহজইে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বায়ার্ন।

সুত্র বাসস