অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


পুষ্টি ও প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবে ভোলা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় সেরা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:৪৯

remove_red_eye

১২৬৭



মলয় দে : ভোলায় অনুষ্ঠিত হলো পুষ্টি ও প্রথম আলো আয়োজনে স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগীতা। এ প্রতিযোগীতায় ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাধারণ নৈপুণ্য দেখিয়ে  প্রথম স্থান অর্জন করেছে। রবিবার ২৪শে সেপ্টেম্বর ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে ভোলা সদর উপজেলার মোট ৮ টি প্রতিষ্ঠান অংশ নেয়।


জানা যায়,৩টি পর্বে এ বিতর্ক প্রতিযোগীতা চলে।১ম রাউন্ডে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টগবী মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। সেমিফাইনালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উঠে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় । পরে ফাইনালে টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় কে হারিয়ে প্রথম স্থান অজর্ন করে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থীরা। এ প্রতিযোগীতায় সেরা বির্তাকিক ও বারোয়ারি বিতর্ক প্রথম হয় ৮ম শ্রেনীর ছাত্রী আফিয়া ইসলাম। বিতর্ক প্রতিযোগীতার পাশাপাশি  কুইজ প্রতিযোগিতায় ও সেরা হয়েছে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই কুইজ প্রতিযোগীতায় ৩ টি পুরস্কারই পেয়েছেন এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা । যার মধ্যে ১ম হয়েছেন অষ্টম শ্রেণীর ছাত্রী সিনথিয়া জাহান,২য় স্থান অর্জন করেছেন অষ্টম শ্রেণীর ছাত্রী আফিয়া ইসলাম এবং ৩য় হয়েছেন অষ্টম শ্রেণীর ছাত্রী ফাইজা আলম সাবা।
এদিকে বিদ্যালয়টির এমন সাফল্যে স্কুলটির প্রধান শিক্ষক একেএম ছালেহ উদ্দীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান। সেই সাথে এমন সাফল্য ভবিষ্যতে ধরে রাখার জন্য আহবান জানান।