অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


জলবায়ু পরিবর্তনে অভিযোজন ও জনস্বার্থ সাংবাদিকতা বিষয়ক ৪ দিনের প্রশিক্ষণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:৩৮

remove_red_eye

৪৩৯



 বিবিসি মিডিয়া অ্যাকশন-এর আয়োজনে জলবায়ু পরিবর্তনে অভিযোজন ও জনস্বার্থ সাংবাদিকতা বিষয়ে ৪ দিনের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

২২ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর বরিশালে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশ নেন বিভিন্ন টেলিভিশিন চ্যানেলে কর্মরত পটুয়াখালী, ভোলা ও বাগেরহাটের সাংবাদিক এবং স্থানীয় তরুণরা। ‘ÔStories of Changes’ ’ শীর্ষক প্রকল্পের অধিনে বিবিসি মিডিয়া অ্যাকশন ও গেøাবাল সেন্টার অন         অ্যাডাপটেশন যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে অংশ নেয়া সাংবাদিকরা বলেন জলবায়ু পরিবর্তনের কারণে তুলনামূলক বেশি ঝুঁকির মধ্যে থাকা দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার মানুষ অভিযোজনের মাধ্যমে কিভাবে টিকে থাকার লড়াই করছে এবং সেই গল্পগুলো কিভাবে জনস্বার্থ সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরা যায়  তা এই প্রশিক্ষণে বিশদভাবে জানতে পেরেছেন। একইসাথে জলবায়ু পরিবর্তনের সাথে মানুষের টিকে থাকার অভিযোজনের নানা গল্প কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা যায়, সেই বিষয়টিও তরুণরা জানতে  পেরেছেন বিবিসি মিডিয়া অ্যাকশনের এই প্রশিক্ষণে। তরুণরা বলেন জলবায়ু পরিবর্তন নিয়ে মানুষের কল্যাণে কাজ করার যে এত সুযোগ রয়েছে তা তারা এই প্রশিক্ষণের মাধ্যমে হাতে কলমে শিখতে পেরেছেন।

প্রশিক্ষণে বেরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার মো: মামুন চৌধুরী তুলে ধরেন কিভাবে ব্র্যাক ও গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন যৌথভাবে বিল্ডিং ক্লাইমেট রেজিলেন্ট মাইগ্রেন্ট-ফ্রেন্ডলী টাউনস থ্রু লোকালি-লেড এডাপ্টেশন ইন বাংলাদেশ নামে একটি প্রকল্পের মাধ্যমে মংলা পৌরসভায় জলবায়ু অভিযোজনের কাজ করছে। জলবায়ু পরিবর্তনের কারণে  প্রাকৃতিক দূযোর্গের শিকার বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কৃষকরা  কৃষিতে নানা উপায়ে  অভিযোজনের মাধ্যমে টিকে থাকার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তা  তুলে ধরেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো: রেজাউল হাসান। জলবায়ু অভিযোজনের এসব বাস্তব চিত্র গনমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরার জন্য অত্যন্ত সময়োপযোগী বলে উল্লেখ করেন প্রশিক্ষণে অংশ নেয়া সাংবাদিক ও তরুণরা। চারদিনের এই আয়োজনে প্রশিক্ষক ছিলেন বিবিসি মিডিয়া অ্যাকশনের হেড অব প্রোডাকশন এন্ড ক্রিয়েটিভ লিড বিশ্বজিৎ দাশ,মিডিয়া ডেভেলপমেন্ট অফিসার নূর সিদ্দিকী ও আশিকুর রহমান চৌধুরী, প্রজেক্ট অফিসার শেহরীন আহসান, প্রডিউসার এবিএ সিদ্দিক এবং ডিজিটাল কন্টেন্ট প্রডিউসার মো: জাহিদ হাসান। উল্লেখ্য এই প্রকল্পের অংশ হিসেবে তৈরি করা নির্বাচিত কিছু প্রতিবেদন দুবাইয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন- COP ২৮ এ প্রদর্শিত হবে। এছাড়া জলবায়ু বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক প্লাটফর্মে বাছাইকৃত প্রতিবেদনগুলো প্রকাশ করা হবে।







আরও...