বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৫৯
১১৮
ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের হ্যাট্রিকে বুন্দেসলিগায় বোচুমকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
ঘরের মাঠ আলিয়াঁজ এরেনাতে ১২ মিনিটে বায়ার্নের ব্যবধান দ্বিগুন করেন কেন। এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন। ম্যাচ শেষের দুই মিনিট আগে লেরয় সানের লো ক্রস থেকে বায়ার্নের ক্যারিয়ারে প্রথম হ্যাট্রিক পূরণ করেন কেন।
এনিয়ে বুন্দেসলিগা মৌসুমের প্রথম পাঁচ ম্যাচে ছয় গোল করে অনন্য এক রেকর্ড গড়েছেন ইংলিশ এই ফরোয়ার্ড। বায়ার্নের ইতিহাসে জার্মান লিগে প্রথম পাঁচ ম্যাচে এখন সর্বাধিক গোলের মালিক কেন। এর মাধ্যমে তিনি কিংবদন্তী গার্ড মুলার (১৯৬৫), মিরোস্লাভ ক্লোজা (২০০৭) ও মারিও মানজুকিচের (২০১২) রেকর্ড ভঙ্গ করেছেন। এই তিনজনই প্রথম পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছিলেন।
ম্যাচ শেষে কেন বলেছেন, ‘আমি আমার দায়িত্ব পালন করতে পেরে দারুন খুশী। আশা করছি ক্লাবকে ভবিষ্যতে আরো কিছু দিতে পারবো। এখন পর্যন্ত যা হয়েছে তাতে আমি সন্তুষ্ট।’
বায়ার্ন এনিয়ে বোচুমকে পাঁচ ম্যাচের তিনটিতেই ৭-০ গোলে পরাজিত করলো।
বায়ার্ন ম্যানেজার থমাস টাচেল দলের এই জয়ে সকলের প্রশংসা করে বলেছেন, যোগ্য দল হিসেবেই এত বড় জয় এসেছে।
এরিক ম্যাক্সিম চুপো-মোটিং, মাথিস ডি লিট, লেরয় সানের গোলের পর আরো একবার বদলী বেঞ্চ থেকে উঠে এসে স্কোরশিটে নাম লিখিয়েছেন মাথিস টেল।
এর আগে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের শেষ ভাগে দুই গোল হজম করেও ৪-৩ ব্যবধানের জয়ের মাধ্যমে ইউরোপীয়ান মিশন শুরু করেছে বায়ার্ন। এবারের মৌসুমে সব মিলিয়ে সাত ম্যাচে দ্বিতীয়বার বেভারিয়ান্সরা কোন গোল হজম না করে মাঠ ছেড়েছে। টেবিলের ১৪তম স্থানে থাকা বোচুম পাঁচ ম্যাচে এখনো জয়বিহীন রয়েছে।
দিনের আরেক ম্যাচে ঘরের মাঠে অভিজ্ঞ ফরোয়ার্ড মার্কো রেয়াসের একমাত্র গোলে উল্ফসবার্গকে পরাজিত করেছে বরুসিয়া ডর্টমুন্ড। পিএসজির বিপক্ষে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ২-০ গোলের হার দিয়ে যাত্রা শুরু করেছে ডর্টমুন্ড। সেই ম্যাচের থেকে ছয়টি পরিবর্তন করে কাল মূল দল সাজিয়েছিলেন ডর্টমুন্ড কোচ এডিন টারজিক। অধিনায়ক এমরে কান ছিলেন বদলী বেঞ্চে। রেয়াস প্রথমবার এবারের লিগে শুরুতেই মাঠে নেমেছেন। ডর্টমুন্ডের হয়ে ১১৬ বুন্দেসলিগা গোলের মধ্যে ৬২ বার প্রথম গোল দিয়েছেন রেয়াস।
শনিবার দিনের শেষ ম্যাচে রাফায়েল বোরে ও জাস্টিন নিনমাহর গোলে পিছিয়ে থেকেও কোলনকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে ওয়ার্ডার ব্রেমেন। ডেভি সেলকের ৩১ মিনিটে এগিয়ে গিয়েছিল কোলন। জার্মানীর ১৯ বছর বয়সী অভিষিক্ত এ্যাটাকার ডেমিওন ডাউন্স বদলী বেঞ্চ থেকে উঠে এসে ম্যাচের শেষভাগে কোলনকে এক পয়েন্ট উপহার দিতে পারতেন। কিন্তু তার হেড পোস্টে লেগে ফেরত আসে। লিভারপুলের সাবেক মিডফিল্ডার নেবি কেইটার ইনজুরি টাইমে ব্রেমেনের হয়ে অভিষেক হয়েছে। এই পরাজয়ে পাঁচ ম্যাচে জয়বিহীন থাকলো কোলন।
বরুসিয়া মোয়েচেনগ্ল্যাডবাখকে ১-০ গোলে পরাজিত করে আরবি লিপজিগ এবারের মৌসুমে জয়ের ধারা ধরে রেখেছে। লিপজিগের হয়ে জয়সূচক গোলটি করেছেন টিমো ওয়ার্নার। এনিয়ে সব ধরনের প্রতিযোগিতায় লিপজিগ সাত ম্যাচে ষষ্ঠ জয় নিশ্চিত করলো। একইসাথে ১২ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগা টেবিলের শীর্ষ চারেও উঠে এসেছে।
সপ্তাহের মাঝামাঝিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হওয়া ইউনিয়ন বার্লিন ২-০ গোলে হফেনহেইমের কাছে পরাজিত হয়েছে। রিয়ালের সাথে দারুন লড়াইয়ের পর ইনজুরি টাইমে জুড বেলিংহামের গোলে ইউনিয়নের ১-০ গোলের পরাজয় নিশ্চিত হয়। ঐ ম্যাচের পর সকলের প্রশংসা কুড়িয়েছে প্রথমবারের মত ইউরোপীয়ান শীর্ষ আসরে খেলতে আসা ইউনিয়ন।
সুত্র বাসস
ভোলায় বিশ্ব ডিম দিবস উদযাপন
লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালমোহনে সংগঠনকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে জামায়াতে ইসলামীর সভা
লালমোহনে ১৪ জেলের অর্থদণ্ড, আগুনে পুড়িয়ে জাল ধ্বংস
রাজনীতিতে যোগ দেওয়া কিংবা দল গঠনের কোনো ইচ্ছা নেই: ইউনূস
পররাষ্ট্র সচিবের সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনারের সাক্ষাৎ
খালেদা জিয়ার ১১ মামলা হাইকোর্টে বাতিল
বাংলাদেশে হাসিনার ফ্যাসিস্ট দলের কোনো স্থান নেই: ড. ইউনূস
৮ জেলায় নতুন ডিসি
প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত