অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তরুণ সমাজকে মাদক থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : এমপি শাওন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:০২

remove_red_eye

২৬৭

এম নয়ন/ তজুমদ্দিন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেন,তরুণ সমাজকে মাদক থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই,খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণি-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব। তাই খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে। তিনি আরো বলেন, বাংলাদেশ আজ খেলাধুলার মাধ্যমে জাতীয় পর্যায়ে অনেক এগিয়ে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের আন্ত:ক্লাস ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব মন্তব্য করেন সাংসদ শাওন।  শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আবদুল হান্নানের সঞ্চালনায়, ক্রিড়া শিক্ষক অহিদ উদ্দিনের পরিচালনায় খেলায় শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণী একাদশ বনাম সপ্তম শ্রেণী একাদশ অংশগ্রহণ করেন। ০১-০ গোলে সপ্তম শ্রেণী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দশম শ্রেণী একাদশ। এসময় শত শত ক্রিড়ামোদি দর্শকের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে খেলার মাঠ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ,শম্ভুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, যুবলীগ সভাপতি জামাল উদ্দিন (জাবু), অত্র স্কুলের সহকারী শিক্ষক, ইউপি সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।