অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না: এমপি শাওন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:৫৯

remove_red_eye

২৬৮

তজুমদ্দিন প্রতিনিধি : তজুমদ্দিন উপজেলাধীন ২নং সোনাপুর  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শত শত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার ২৩ সেপ্টেম্বর  বিকাল ৫ টায় উপজেলার সোনাপুর আনন্দবাজার  ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
 
সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিশু হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি  আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেন,   স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। বিএনপি জোট সরকারের আমলে লালমোহন তজুমদ্দিন ছিল সবচেয়ে অবহেলিত, শিক্ষার মান ছিল অত্যান্ত খারাপ গত তিন মেয়াদে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন বলেই এই দুই উপজেলার শিক্ষার মানউন্নয়সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। 
 
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন , তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ  হেলাল উদ্দিন সুমন, মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ কিরন, ইউনিয়ন আওয়ামী লীগ,মহিলা আওয়ামীলীগ,  যুব মহিলা লীগ সহ  অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।