অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে ভ্রম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীকে জরিমানা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫২

remove_red_eye

২৮৩

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি না করায় ও পণ্যের নির্ধারিত মূল্য সাঁটানো না থাকার কারণে ৬ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজে ত দুপুরে লালমোহন পৌরশহরের উত্তর বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম। এসময় পাইকারি ও খুচরা বাজারে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আলু, পেঁয়াজ ও ডিম নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে কিনা, তা মনিটর করেন এবং সরকারের নির্দেশনা মানতে সকল ব্যবসায়ীকে সতর্ক করেন তিনি।  
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম বলেন, ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় মূল্য তালিকা না থাকায় ৬টি মামলায় ৬ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।





আরও...