অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২৪শে মার্চ ২০২০ সন্ধ্যা ০৭:৫৫

remove_red_eye

৬৩৮

বাংরার কন্ঠ প্রতিবেদক:: ভোলায় একটি ট্রলী নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে এক পথচারী ও ওই ট্রলীর হেল্পার নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পশ্চিম ইলিশার জাঙ্গালিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, পশ্চিম ইলিশার ৭নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল মান্নানের ছেলে পথচারী জয়নাল ঘোষ (৭০) ও মৃত আবদুল মুনাফ মিয়ার ছেলে হেল্পার অহিদ (৫৫)।

 

স্থানীয়রা জানান,  ইট বোঝাই একটি কেকড়া ট্রলী পশ্চিম ইলিশার ৭নং ওয়ার্ডের জাঙ্গালিয়া এলাকার এলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনা স্থলেই পথচারী জয়নাল ঘোষ নিহত হয়। অপর দিকে গুরুত্বর আহত ট্রলীর হেল্পার অহিদকে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

ভোলা সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।