অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন আফসার উদ্দিন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:৪৬

remove_red_eye

৩৫১

লালমোহন প্রতিনিধি : ভোলা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন লালমোহন রমাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফসার উদ্দিন। বুধবার জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এই তথ্য প্রকাশ করা হয়।
২০২৩ সালের ভোলা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. আফসার উদ্দিন রমাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আগে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বুড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুনামের সাথে প্রধান শিক্ষকের দায়ীত্ব পালন করেন। সেখান থেকে গত ৮ আগস্ট রমাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। প্রধান শিক্ষক মো. আফসার উদ্দিনের বাড়ি রমাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৌলভী বাড়ি।
মো. আফসার উদ্দিন ভোলা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় তিনি লালমোহন-তজুমদ্দিনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া জেলা প্রশাসক,  সহকারী জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ভাইস-চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, উপজেলা শিক্ষা অফিসার, ইউআরসি অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, শিক্ষক নেতৃবৃন্দ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দদের শুভেচ্ছা জানান এবং জেলার সকল স্তরের জনগণের দোয়া কামনা করেন।





আরও...