অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জন নিহত


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে মার্চ ২০২০ ভোর ০৪:৩১

remove_red_eye

৬৭২


চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে মো. মিলন ইসলাম (২২) নামের পল্লী বিদ্যুত লাইনের এক কর্মচারি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। নিহত মো. মিলন ইসলাম (২২) ঠাকুরগাঁ জেলার পিরগঞ্জ থানা পৌর এলাকার মৃত মো. জামাল মিয়ার ছেলে বলে চরফ্যাশন সদর থানা সূত্রে জানা গেছে। স্থানিয়রা জানান, সোমবার (২৩মার্চ) সন্ধ্যায় জিন্নাগড় ইউনিয়নের কাসেমগঞ্জ বাজারের দক্ষিণ পার্শ্বে বিদ্যুতের খাম্বায় বিদ্যুত প্রতিস্থাপনের সময় বৈদ্যুতিক শর্ট খেয়ে মো. মিলন ইসলাম খাম্বা থেকে মাটিতে পড়ে যায়। এদিকে বিদ্যুত লাইনে কাজ করার সময় কোনো বিদ্যুত ছিলনা বলে নিহতের এলাকার সহকর্মিরা দাবি করেন। পরে স্থানিয়রা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি এবং লাশ থানায় নিয়ে আসা হয়েছে।