অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাসনে জ্যাকব টাওয়ার বন্ধ ঘোষণা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে মার্চ ২০২০ ভোর ০৪:৩০

remove_red_eye

৩৪৯৮



চরফ্যাসন প্রতিনিধি : বাংলাদেশের সবচেয়ে উচু দৃস্টিনন্দন জ্যাকব টাওয়ার অনিদিস্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় টাওয়ার নিয়ন্ত্রনকারী প্রতিস্ঠান চরফ্যাশন পৌরসভা  কর্তৃপক্ষ   স্হানীয় ভোলা-৪ আসনের সংসদ সদস্যের পরামর্শ ও নির্দেশক্রমে  আজ সোমবার  থেকে জ্যাকব টাওয়ারে" পর্যটক ও স্হানীয় সর্বস্তরের জনসাধারনের প্রবেশে  বিধি নিষেধ আরোপ করেছেন পৌর মেয়র বাদল কৃষ দেবনাথ। তিনি আজ সোমাবার  রাতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন কে বলেন, করোনা ভাইরাসের সতর্কতায় জনসমাগম এড়াতে হঠাৎ সারা দেশে সমুদ্র সৌকত ও  বিনোদন কেন্দ্র গুলো  বন্ধ করে দেয়ায় অনেকে ভোলায় আসছেন জ্যাকব টাওয়ার ও শেখ রাসেল শিশু ও বিনোদন পার্কের সৌন্দর্য উপভোগ করার জন্য।চরফ্যাশন ম্যানোগ্রোভ বনভূমি চর কুকরি মুকরি তারুয়া ঢালচর  সারেক খালী খামারবাড়ি সহ আরও দর্শণীয় স্হান দেখতে চরফ্যাশনে বিভিন্ন জেলার পর্যটকদের সমাগম বেড়ে যায়।তিনি আরও বলেন বৈশ্বিক করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে সরকারের  প্রতিরোধ ও মোকাবেলা কর্মসূচীকে বেগবান করতে' জ্যাকব টাওয়ার"ও শেখ রাসেল শিশু বিনোদন পার্ক আজ থেকে বন্ধ করে দেয়া হয়েছে।