অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় ১৮তম জন্ম দিনে এক ক্ষুদে বিজ্ঞানীর রক্তদান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে মার্চ ২০২০ রাত ০৩:৩০

remove_red_eye

৫৮২



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের যুগ্ম উন্নয়ন সম্পাদক, যুগান্তর স্বজন সমাবেশর সদস্য সৌরাভ গাঙ্গুলী, তার ১৮তম জন্ম দিনে সোমবার স্বেচ্ছায় রক্ত দান করেন। সকালে বে-সরকারি ফাতেমা মমোরিয়াল হাসপাতালে এ রক্তদানের সময় উপস্থিত ছিলেন, সাবেক সিভিল সার্জন ডাঃ ফরিদ আহম্মদ, প্রেসক্লাব সম্পাদক ও ক্ষুদে বিজ্ঞানী সংসদের সভাপতি অমিতাভ অপু, ওই সংগঠনের সাংগঠনিক সম্পাদক পুস্পেন্দু মজুমদার, ওবায়দুল হক কলেজের সহকারী অধ্যাপক হোসেন আহম্মদ। মানুষের উপকারে স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসার মানসিকতায় সৌরভ  এ সিদ্ধান্ত নেন বলে জানান। সূর্যেরতাপ বৃদ্ধি করে খাওয়ার বোতলজাত পানি বিশুদ্ধকরণবিজ্ঞান প্রজেক্ট আবিস্কারে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত সৌরভ এবার এইচএসসি পরীক্ষার্থী।  ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সচতনার জন্য লিফলেট বিতরণ ও হাত ধোয়ার কর্মসূচিও পালন করা হচ্ছে।