অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে পৌর কর্মচারী ইয়াবাসহ গ্রেফতার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে মার্চ ২০২০ ভোর ০৪:১৬

remove_red_eye

৬৪৮


লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলা পরিষদ চত্ত¡রে ইয়াবাসহ পৌরসভার এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাজেদ নামের ওই কর্মচারীর কাছ থেকে ৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।  তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি জানান, উপজেলা পরিষদ চত্ত¡রে এসে রাতের আঁধারে কিছু বহিরাগত ইয়াবাসেবী ইয়াবা সেবন করে বলে অভিযোগ পাওয়া যায়। একারণে লালমোহন থানার এসআই শওকত জামিলসহ পুলিশ সিভিল বেশে উপজেলা পরিষদ চত্ত¡রে অবস্থান নেয়। পরিষদের দক্ষিণ কোনে স্যাটেলম্যান্ট অফিসের পেছনে ইয়াবা সেবন কালে মাজেদকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরো জানান, করোনা ভাইরাসে দেশের স্কুল কলেজ বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা এলাকায় অবস্থান করছেন। এ সুযোগে কিছু কিছু শিক্ষার্থীরা বাইরে ঘোরাঘুরি করছেন, আড্ডা দিচ্ছেন। এদের নিজ নিজ ঘে