অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


করোনা ভাইরাস প্রতিরোধে ভোলায় ডিসি অফিসে প্রবেশে পরিচ্ছন্নতা বাধ্যতামূলক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে মার্চ ২০২০ ভোর ০৪:১১

remove_red_eye

৫১২


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় করোনা ভাইরাস প্রতিরোধে রবিবার জেলা প্রশাসক কার্যালয়ে প্রবেশে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে। সাবান দিয়ে ও হ্যান্ড স্যানিটাইজার লাগানো ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ওই দফতর থেকে  হাত ধোয়া ও মাক্স বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে।  জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট বসিয়ে মানুষকে সর্তক করা হচ্ছে। এ ছাড়া শহরের সদর রোডে চৌধুরী প্লাজার সামনে বিবা , ক্ষুদে বিজ্ঞানী সংসদসহ কয়েকটি সংগঠন পথচারীকে ডেকে তাদের হাত ধোয়ার বিষয় সর্তক করছে। ওই স্থানেও হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে।