অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


গ্রিণলাইনে যাত্রীদের তোপের মুখে বিদেশ ফেরত দুই যুবক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে মার্চ ২০২০ ভোর ০৪:১০

remove_red_eye

৫৯৭



বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা-ঢাকা নৌ রুটে  গ্রিণলাইনের যাত্রী হয়ে রোববার দুপুরে  আসা বিদেশ ফেরত দুই যুবক অপরাপর যাত্রীদের তোপের মুখে পড়েন। যাত্রীরা এদের আটকে রেখে হোম কোয়ারেন্টাইনে যেতে বাধ্য করেন। ওয়াটারবাস গ্রিণলাইন সকাল সাড়ে ৮টায় ঢাকার সদরঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছাড়ে। ওই দুই যুবক অবাদ ঘোরাফেরা করছিল। বিষয়টি সাধারন যাত্রীদের নজরে এলে তোলপাড় শুরু হয়। দেখা দেয় আতংক। গ্রিণলাইন স্টাফরাও এদের একটি কক্ষে আটকে রাখেন।  জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, লঞ্চযাত্রীরা বিষয়টি তাকে জানান।  বিদেশ ফেরত ওই দুইজন বিদেশ থেকে ফেরার পর ঢাকায় হোমকোয়ারেন্টাইনে না থেকে পালিয়ে আসেন। এদের বাড়ি ভোলার লালমোহন ও চরফ্যাশন উপজেলায়। বিকালে এদের বিশেষ নজরদারিতে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। বাড়িতে এরা ১৪ দিন ঘরবন্দী থাকবেন। রবিবার বিকাল পর্যন্ত এই দুইজনসহ বিদেশ ফেরত ১৬ জনকে হোমকোয়ারেন্টাইনে না থাকার অপরাধে ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।